বোশেখ

29

আনোয়ার আল ফারুক

বোশেখ হলো পাণ জোয়ারে
উপচে পড়া ঢল,
জীবননদের অথৈই বানে
যেনো টলোমল।

বোশেখ হলো নতুন হিসেব
স্বপ্ন সিঁড়ি মই,
তাইতো বোশেখ বয়ে আনে
দারুণ এক হই চই।

বোশেখ হলো পাণ উৎসবের
মুন্সিয়ানা ঢঙ,
দেয় এনে দেয় জীবন ভাঁজে
রঙ বাহারী রঙ।

এই বোশেখে যাক বয়ে যাক
সব জড়তা দূর,
বয়ে আনুক দেশ জাতিতে
সুখো বীণার সুর।

বোশেখ তুমি দাও মুছে দাও
ভুলের ইতিহাস,
নতুন করে মেল বন্ধনে
হোক যে বসবাস।