লাল সবুজের দেশ

50

মিনহাজ উদ্দীন শরীফ

রংতুলিতে আঁকে খোকা
গ্রাম বাংলার ছবি;
উদাস মনে যেমন করে
ছড়া লিখেন কবি।

লাল-সবুজের চিত্র আঁকে
পতাকা দেয় নামটা;
লক্ষ প্রাণের আত্মত্যাগের
বাংলাদেশ যার দামটা।

নিবিড় ভাবে ধ্যানে থেকে
রক্তিম সূর্য আঁকে;
মুক্তি কামীর রক্তের ডোবা
দেখায় গিয়ে মাকে।

মায়ের কোলের লক্ষ সন্তান
উদয় করে রবি;
পাখ পাখালির মুক্ত হওয়ার
আঁকে বীরের ছবি।

একাত্তরের বীর বাঙালির
ইজ্জত হারা মায়ের;
পঁচিশে মার্চ কালো রাতের
বুলেট লাগা গায়ের।