বাবা আমার

15

কবির কাঞ্চন

বাবা আমার জীবন পথের
নিরাপদ এক ঘাঁটি
চাইতেন তিনি সোনার মতন
হই যে পুড়ে খাঁটি।

বাবা আমার মাথার ওপর
বাদল দিনের ছাতা
একটুখানি সঙ্গ পেলে
পাল্টে দুঃখের পাতা।

ধরার বুকে অমূল্য ধন
কী অপরূপ মায়া
একজীবনে বাবাই আমার
বটবৃক্ষের ছায়া।

বাবা আমায় আগলে রাখেন
বিপদআপদ থেকে
কে আছে আর বাবার মতন
আপন করে দেখে।

বাবা আমার সবচে’ প্রিয়
দুই নয়নের মণি
একজীবনে বাবাই আমার
শান্তি-সুখের খনি।