শিক্ষার্থীদের গড়ে তুলতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে – ডা. প্রাণ গোপাল দত্ত

37
মুরারি চাঁদ কলেজ সিলেটের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত।

দেশবরেণ্য চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, শিক্ষার্থীরা দেশের জাতীয় সম্পদ। তাদের হাত ধরেই ভবিষ্যৎ বাংলাদেশ এগিয়ে যাবে। তাদেরকে সুষ্ঠুভাবে গড়ে তুলার মাধ্যমে সেই কাজটি করতে হবে। অপ্রাপ্ত বয়সে মোবাইল ফোনের কু-ব্যবহার তাদেরকে বিপদগামী করে ফেলে। তাদের চিন্তা-চেতনা নেতিবাচক ধারায় প্রবাহিত হয়। পাশাপাশি ধূমপান ও মাদক সেবনের প্রতি আগ্রহী হয়ে পড়ে। এমতাবস্থায় শিক্ষার্থীদেরকে সচেতন হওয়া ছাড়াও অভিভাবকদেরও যথাযথ খেয়াল নিতে হবে।
সিলেটের ঐতিহ্যবাহী মুরারি চাঁদ কলেজ, সিলেট-এর উদ্যোগে ‘মোবাইল, মাদক ও ধূমপানের কুপ্রভাব: তরুণ সমাজের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মতবিনিময় সভা আয়োজক কমিটির আহবায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শফিউল আলম। উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ। সভায় ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. তোতিউর রহমান এবং সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা-এর অধ্যক্ষ প্রফেসর বনমালী ভট্টাচার্য। সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি