ভারতীয় ডেপুটি হাই কমিশনারের সাথে সিলেট চেম্বারের সভাপতিমন্ডলীর মতবিনিময় ॥ আমদানি-রপ্তানি বাণিজ্যে বিরাজমান সমস্যাবলী প্রতিকারে সহযোগিতার আশ্বাস

6
ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ এর সাথে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতিমন্ডলীর মতবিনিময় সভা।

৩০ অক্টোবর শনিবার হোটেল রোজভিউতে ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ এর সাথে সিলেট চেম্বার এর সভাপতিমন্ডলীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেপুটি হাই কমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। এই সম্পর্ককে ভবিষ্যতে আরো জোরদার করতে আমাদেরকে কাজ করতে হবে। তিনি কয়লা আমদানিতে বিরাজমান সমস্যাবলী সহ আমদানি-রপ্তানি খাতের বাধাসমূহ দূরীকরণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব সিলেটের বিজনেস কমিউনিটির সাথে মতবিনিময় সভায় মিলিত হওয়ার জন্য ভারতের ডেপুটি হাই কমিশনার-কে ধন্যবাদ জানান। তিনি সিলেটের বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন এবং দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে একত্রে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় চেম্বার নেতৃবৃন্দ আমদানি-রপ্তানি খাতে বিরাজমান বিভিন্ন সমস্যাবলী তুলে ধরেন এবং তা নিরসনে ভারতীয় দূতাবাসের সহযোগিতা কামনা করেন। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভারতীয় এসিসটেন্ট হাই কমিশন সিলেট এর এসিসটেন্ট হাই কমিশনার মিঃ নীরাজ কুমার জেসওয়াল, কমার্শিয়াল এটাচি সঞ্জীব কুমার, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, সিলেট ক্লাবের সাবেক সভাপতি হাসিন আহমদ, সিলেট চেম্বারের সহকারী সচিব সানু উদ্দিন রুবেল প্রমুখ। বিজ্ঞপ্তি