স্বাধীনতার মাসে

48

আহমেদ কবির

দেশের তরে যুদ্ধ করে
রাখল জীবন বাজি,
শহীদ হল কিবা হল
বেঁচে থেকে গাজি।

শত্রুর ভয়ে যারা কভূ
যায় নি হটে পিছু,
বর্গী সেনার কাছে যাদের
হয় নি মাথা নিচু।

মুক্তিকামী বীর বাঙালি
অস্ত্র লয়ে ঝাঁপে,
তাদের ভয়ে বর্গী সেনার
বুকটা ওরে কাঁপে!

তাদের তরে করি দোয়া
হাত দু’খানা তুলি,
স্বাধীনতার মাসে স্বরি
যেন না যায় ভুলি।