সুনামগঞ্জ জেলার সকল বেড়িবাঁধের কাজ ৩১ মার্চের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার

26

আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :
আগামী ৩১ মার্চের মধ্যে সুনামগঞ্জ জেলার সকল বেড়িবাঁধের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদেরকে নির্দেশ দেয়া হয়েছে। গত বুধবার দুপুরে জেলার দেখার হাওরে বাঁধের কাজ সরজমিনে পরিদর্শন শেষে এ নির্দেশ দিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাওর রক্ষা বাঁধ নির্মাণ সংক্রান্ত মনিটরিং কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদ আহমদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, এবার জেলার একমাত্র অর্থকরী বোরো ফসল রক্ষার জন্য সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নির্ধারিত সময়সীমার মধ্যে সুনামগঞ্জ পাউবো কোন বাঁধের নির্মাণ কাজই সম্পন্ন করতে পারেনি। তাই আর কাল বিলম্ব না করে ৩১ মার্চের মধ্যেই বাঁধের কাজ শেষ করতে হবে। কোন কর্মকর্তার স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে যদি বাধের নির্মাণ কাজ ব্যাহত হয় তাহলে বোরো ফসলের যেকোন ধরনের ক্ষয় ক্ষতির জন্য পাউবোকে দায়ী করা হবে।