ছোটবেলার স্মৃতি

141

মঞ্জুর মোর্শেদ রুমন

ছোট বেলার স্মৃতি গুলো
পড়ে যখন মনে,
তখন আমি একলা ঘরে
কাঁদি নিজের সনে।

ঝড় বাদলে আম কুড়াতাম
পাড়ার সকল মিলে,
কখনো বা মাছ ধরতাম
পুকুর খালে বিলে।

বন বাদাড়ে ঘুরে আমি
করতাম যে পাখি শিকার,
পাড়ার সকল ছেলে বুড়ো
জানাত আমায় ধিক্কার।

দুপুর বেলায় করতাম গোসল
নদীতে দিয়ে ঝাঁপ,
আমার দস্যিপনায় মায়ে
করত যে পরিতাপ।