কলম সৈনিক

30

খোরশেদ আলম খোকন

যে যা বলে বলুক –
কলম সদা দ্রুতিতে পথ চলুক।
কিন্তু তাহা সত্য হওয়া সঙ্গত,
অসত্য আর বিশ্রী শব্দস্বর-
অশ্লীলতায় চাপার মিথ্যে জোর
বন্ধ হবে অন্তত।

মানবতার করুণ পরিণতি-
প্রকাশিবে তুমি হে অরুন্ধতী
অত্যাচারে ঘটছে যা দৈনিক,
মজলুম জনতার চির হুংকার-
গর্জিয়া উঠো হে অতি দুর্বার
তুমি হবে সচ্ছ কলম সৈনিক।

অক্ষরে অক্ষরে করে যাও শব্দের চাষ-
বাংলা ভাষার গড়ো নীড় বাস
হাজার ফুলের সৌরভে,
বিশ্ব তখন জাগবে পরিচয়ে-
বাঙালি নামে সোনার ফসল হয়ে
সার্থক হবে চাষী তুমি গৌরবে।