তীর, জুয়া বন্ধ ও বাজারের শৃঙ্খলা রক্ষার্থে পূর্ব কাজিরবাজার ব্যবসায়ী কমিটির সভা

19

পূর্ব কাজিরবাজার (পিঁয়াজপট্টি) ব্যবসায়ী কমিটির উদ্যোগে বাজরে তীর, জুয়া বন্ধ ও শৃঙ্খলা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৩ মার্চ) বিকেল ৩টায় বাজারের একটি দোকানে এ সভা অনুষ্ঠিত হয়।
বাজার ব্যবসায়ী হাজী রশিদ মিয়ার সভাপতিত্বে ও ইকবাল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হাজী তুরু মিয়া, শেখ জিয়াউল ইসলাম, জুয়েল মিয়া, জহির হোসেন রাসেল, আতিকুর রহমান ছদরুল, ফটিক মিয়া (বড়) প্রমুখ।
সভায় বক্তারা বলেন- বাজার মানুষের একটি মিলনায়তন। এখানে আপামর জনতা মিলিত হন। একে অন্যের সাথে সাক্ষাত করেন। তাই বাজারে শৃঙ্খলা রক্ষা প্রত্যেক ব্যবসায়ী সহ সবার দায়িত্ব। বাজারে যাতে মদ, জুয়া, তীর খেলা না হয়। সেদিকে লক্ষ্য রাখতে হবে। জুয়াড়ীদের বাজার থেকে বিতাড়িত করতে হবে। আজ থেকে যদি কেউ বাজারে জুয়া, তীর বা মাদকের ব্যবসা করে তার বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তি