ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ ও গিফট অফ নলেজ এর উদ্যোগে জকিগঞ্জের ফতেহপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

143

গত ২৩ ডিসেম্বর ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ ও লন্ডন ভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গিফট অফ নলেজ এর যৌথ উদ্যোগে জকিগঞ্জের বারোহাল ইউনিয়নের ফতেহপুর গ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প পূর্ব সংক্ষিপ্ত সভায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এডভোকেট এ.এইচ.এম জাফর চৌধুরী (বুলবুল) এর পরিচালনায় এবং বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গিফট অফ নলেজ এর প্রধান কর্ণধার ফাহিমুল আনাম চৌধুরী। তিনি গিফট অফ নলেজ এর লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন- পৃথিবীতে শিক্ষিত জাতি সবচেয়ে উন্নত ও মর্যাদাপূর্ণ আসনে রয়েছে। অর্থ বৈভব ও নেতৃত্বেও তারা এগিয়ে রয়েছে। কিন্তু ইসলামী মূল্যবোধ ও শিক্ষা না থাকার কারণে শুধুমাত্র দুনিয়ার অর্জনে তারা এগিয়েছে। অত্র অঞ্চলের শিশুদেরকে সুশিক্ষিত করে তাদেরকে সমাজের নেতৃত্ব দান ও সচেতন হিসেবে গড়ে তোলা এবং আল্লাহ তায়ালার আনুগত্য করে ইসলামের শিক্ষায় সুশিক্ষিত করাই গিফট অফ নলেজের উদ্দেশ্য। তিনি এই অঞ্চলে একটি পাঠাগার ও স্কুলসহ বিভিন্ন সামাজিক জনকল্যাণ মূলক কার্যক্রম চালুর ইচ্ছা ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে- ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ ওবায়দুল হক হাসপাতালের অত্যাধুনিক সেবা সমূহ তুলে ধরেন। তিনি বলেন- সিলেটের চিকিৎসকগণ ও সাধারণ মানুষের চাহিদার আলোকে বিশে^র সাথে তালমিলিয়ে আধুনিক মেশিনারীজ সংযোজন করা হয়েছে। অতি সম্প্রতি ১২৮ স্লাইস সিটি স্ক্যান মেশিন সংযোজিত হয়েছে যাতে ব্রেইন ও হার্টের সিটি এনজিওগ্রাম সম্ভব হবে। এছাড়া রিকাবীবাজারে ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের যাত্রা শুরুর মাধ্যমে অত্র অঞ্চলের রোগীদেরকে সেবা প্রদান করছে। বিশেষ অতিথির বক্তব্যে- হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ জামিউল হক বলেন- চিকিৎসা করতে এসে মানুষ বিভ্রান্ত এবং হয়রানীর স্বীকার হয়। এ সকল বিবেচনায় তুলনামূলক কম খরচে সাধ্যের মধ্যে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ চিকিৎসা প্রদান করছে। তিনি গিফট অফ নলেজ কর্তৃপক্ষকে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমদ চৌধুরী ভবিষ্যতেও এ জাতীয় ফ্রি ক্যাম্প আয়োজন করার ব্যাপারে স্থানীয় জনগণকে আশ্বস্ত করেন এবং ক্যাম্পে সহযোগিতা করার জন্য ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর ডাক্তার, কর্মকর্তা, স্থানীয় জনগণ ও রোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন ও মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান উক্ত ক্যাম্প পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ও উপস্থিত ছিলেন- আইসিইউ কনসালটেন্ট ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ মাসউদ গণি, শিশু বিশেষজ্ঞ ডাঃ এ টি রেজা আহমদ, মেডিকেল অফিসার ডাঃ ফারহানা আহমদ মৌরী, মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ ওসমান গনী ও ডাঃ কয়ছর আহমদ, বারোহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক নুহুরুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী মোস্তাকুর রহমান চুনু, তাহমিদ আহমদ চৌধুরী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ, হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার (ফার্মেসী) মোঃ জাহাঙ্গীর আলম, কর্পোরেট মার্কেটিং অফিসার মোঃ শাহেদ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি