বসন্তের ডাক

26

তানহিম আহমেদ

বসন্তের ডাক ছাড়িয়ে যায় চতুর্দিক
আর সবুজে ঢাকা সেই বন
প্রকৃতি ছেঁয়ে যায় তার নরম স্পর্শে
মনে সদা জাগে যে সমীরণ।

পুরোনো পাতা ঝরে গেছে যা আজ
ফিরে পায় হারানো চঞ্চলতা
চলে যায় শীত গুটি গুটি পায় মনে
জমিয়ে রেখে কতশত কথা।

বসন্ত এলো বসন্ত এলো সবদিকে
পাখি ছড়িয়ে দেয় সেই খবর
বসন্ত যেনো দুর্বাঘাসে ঢাকা আমার
দাদার রং খসে যাওয়া কবর।