মুজিব তুমি অহংকার

78

জাহিদুজ্জামান (জাহিদ)

শুক তারার মতো জ্বলছো তুমি
অনবরত বাঙালী হৃদয়ে কন্ঠে সবার।
প্রকৃতি নয়, মিছে খেলা করেছে নরপশুর দালাল!
নায়ক কারে কয়? বীরপুরুষ ভঙ্গি তোমার!
পুলিশ আর কারাগার ছিল যে সহদর।
তবুও, সত্যের অধিকার অর্জনে হওনি পিছুপা আর
কন্ঠধ্বনি কারে কয়? শুনেছি মুজিব তোমার।
এখনো শুনলে মাইকে তোমার ডাক, রক্ত হয় লাল!
৭১ এ ঠিক এমন করেই নামিয়েছিলে অনুপ্রেরণার ঢল
তুমি আমার মুক্তি, স্বাধীনতা, তুমি বিজয়, নিপীড়িত মানুষের অধিকার!
আমি যখন হতাশ,অনুপ্রেরণা খুঁজি হতে তোমার।
কে বলেছে তুমি মৃত?
তুমি বাংলার বাতাসে, কৃষ্ণচূড়া ফুলে, পথে প্রান্তরে রবির আলোই প্রতিনিয়ত উজ্জ্বল!
এখনো তোমার নামের উচ্ছ্বাসে বারংবার নামে জনতার ঢল।
মহামানব দেখার সৌভাগ্য হয়নি যে বয়সের প্যাঁচে ব্যক্তিত্বের প্রতিফলন ঘটানো ছবিগুলো যখন দেখি,
তোমাকে দেখার আশা কিছুটা মিটে মনটা নাচে!
তুমি যে বাংলার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল জনতার।
একজন ভিক্ষুক, একজন ছাত্র, একজন কৃষক,
একজন উদ্দীপ্ত তরুণ, একজন কবি তুমি সবার।
মুজিব তুমি এই লাল সবুজ বাংলার।