ট্যাক্সের আওতা বাড়াতে কমিটি গঠন

203

ট্যাক্সের আওতা বাড়াতে কমিটি করা হয়েছে। তবে আওতা বাড়লেও ট্যাক্স রেট কমানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। রবিবার বিকেলে ‘অংশীজন রাজস্ব সংলাপে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। রাজধানীর শিল্পকলা একাডেমিতে কর অঞ্চল-১ এই সংলাপের আয়োজন করে।

মোশাররফ হোসেন বলেন, ‘ট্যাক্সের আওতা বাড়ানো দরকার। প্রয়োজনে ট্যাক্স রেট কমানো হবে। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আমাদের কর জিডিপির শতকরা হার ১০ শতাংশ। কর জিডিপির হার বাড়লে আমাদের জন্য ভাল হবে।’

১৮ কোটি মানুষের মধ্যে সরাসরি ১ কোটি মানুষও কর দেয় না জানিয়ে তিনি বলেন, ‘এজন্য ট্যাক্স প্রদানকারীর সংখ্যা বাড়ানো হবে। ট্যাক্স জিডিপি না বাড়লে দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নত দেশের ট্যাক্স রেট আমাদের চেয়ে অনেক বেশি। সেজন্য তারা এগিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের সময়ে সামাজিক নিরাপত্তা বেড়েছে। বিভিন্ন ভাতা দেয়া হচ্ছে। দিনদিন বিদেশী সহায়তা কমে যাচ্ছে। রাজস্ব আহরণ কম হলে সরকারকে ব্যাংক থেকে ঋণ নিতে হয়। ফলে ব্যাংককেও পরবর্তীতে সমস্যায় পড়তে হয়। তাই রাজস্ব আয় বাড়ানো ছাড়া অন্য উপায় নেই।’

পরিবহন সেক্টরকে ট্যাক্সের আওতায় আনা হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘কিছু কিছু পরিবহন সেক্টর দল গঠন করে ঐক্যবদ্ধভাবে ট্যাক্স এড়িয়ে যায়। আবার ট্যাক্স বাড়ানো হলে তারা যাত্রীদের ওপর ভাড়া বাড়িয়ে দেয়। তখন আমাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কিন্তু আমরা এবার কঠোর হচ্ছি। পরিবহন সেক্টরকে ট্যাক্সের আওতায় আনা হবে, আবার যাত্রী যেন হয়রানি না হয় সেটাও লক্ষ্য থাকবে।’

পড়ে থাকা সম্পত্তি ও জমি করের আওতায় আনা হবে বলে জানান মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘অনেকে ব্যবসা করলে ট্যাক্স দিতে হবে বলে জমি ক্রয় করে ফেলে রাখেন। কিন্তু দিন শেষে সেই সম্পত্তির মূল্য বাড়তে থাকে। এজন্য পড়ে থাকা সম্পত্তি বা জমি করের আওতায় আনা হবে।