সিলেট বিভাগ গণদাবী ফোরামের বিবৃতি ॥ এসএসসি পরীক্ষার্থীদের সাথে কর্তৃপক্ষের অনৈতিক আচরণের নিন্দা

43

সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি কাজী গোলাম মর্তুজা, সিলেট জেলা শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন এক বিবৃতিতে চলমান এসএসসি পরীক্ষায় সিলেট নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় সহ সিলেট বোর্ডের বিভিন্ন কেন্দ্রে নির্ধারিত সময়ের পর প্রশ্নপত্র বিলি, ভুল প্রশ্নপত্র প্রদান ও এ ব্যাপারে প্রতিবাদকারী পরীক্ষার্থীদের সাথে দায়িত্বশীলদের অনৈতিক আচরণে তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে জরুরী ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, নির্ধারিত সময়ে প্রশ্নপত্র বিলি না করা এবং কর্তৃপক্ষের গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে বিলম্বিত সময়ের পরিবর্তে অতিরিক্ত সময় পরীক্ষার সুযোগ প্রদান না করায় অহেতুকভাবে পরীক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন ও সিলেট বোর্ডের ফল বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়ায় বিষয়টি নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকগণ গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে নেতৃবৃন্দ সম্প্রতি গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি পর্যটন স্পটে দুস্কৃতিকারী মাদকসেবীগণ কর্তৃক পর্যটকদের উপর হামলা ও তাদের হয়রানীর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সিলেট বিভাগের বিভিন্ন পর্যটন কেন্দ্র ও স্পটের নিরাপত্তা জোরদার এবং পর্যটন পুলিশের সক্ষমতা ও তৎপরতা বৃদ্ধির জোর দাবী জানান। বিজ্ঞপ্তি