কমলগঞ্জে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ॥ বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব

24

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে বনাঞ্চল ও চা বাগান অধ্যুষিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। শীতের আগমনী বার্তায় শিশুরা সর্দি, কাশি, নিউমোনিয়া, পেঠের পীড়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশী। ডায়রিয়াসহ পানি বাহিত রোগের প্রাদুর্ভাব ও বাড়তে শুরু করেছে। চা বাগান ও বনাঞ্চল অধ্যুষিত কমলগঞ্জ উপজেলা মৃদু শৈত্য প্রবাহের কবলে পড়েছে। গত বৃহস্পতিবার সারাদিন সূর্যের আলো দেখা যায়নি। বৃহস্পতিবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চিকিৎসক ও চা বাগানের বিভিন্ন সূত্রে জানা যায়, সম্প্রতি বস্তি ও চা বাগান সমুহে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে। চা বাগান হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন প্রাইভেট চিকিৎসা কেন্দ্র সমূহে এসব রোগীর ভিড় বাড়ছে। তবে বয়স্কদের তুলনায় শিশুদের আক্রান্তের সংখ্যাই বেশি। ওই চা বাগানে ডায়রিয়ায় আরও কয়েকজন আক্রান্ত হয়েছে। শমসেরনগর চা বাগানের ইউপি সদস্য সীতারাম বিন বলেন, চা বাগানে শিশুদের মধ্যে সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। ক্যামেলিয়া হাসপাতালে এসব রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাইভেট চিকিৎসক নূরুল ইসলাম বলেন, মাঝে মধ্যে ডায়রিয়া রোগী পাওয়া গেলেও ঠান্ডাজনিত  সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, পেঠের পীড়ার রোগী অধিক সংখ্যক। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সত্যকাম চক্রবর্তী শিশুদের মধ্যে ঠান্ডাজনিত রোগ বৃদ্ধির সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালে শিশু রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে আমন মৌসুম থাকায় হাসপাতালে বয়স্কদের উপস্থিতি কম রয়েছে। দেওরাছড়া চা বাগান সহ বিভিন্ন চা বাগানে কিছু কিছু ডায়রিয়া আক্রান্ত হলেও তা নিয়ন্ত্রণে রয়েছে। সার্বিক পরিস্থিতি তাদের নজরদারিতে রয়েছে বলে তিনি জানান।