একুশ আমার

30

ফেরদৌসী খানম রীনা

একুশ আমার চেতনা আর,
আমার অহংকার,
একুশ আমার মায়ের ভাষা
রক্ষা করার অঙ্গীকার।

একুশ মানে রফিক, সফিক, সালাম
জব্বার জীবন দিলো বলী,
আজও আছে স্মরণ সেই বেদনাময়
স্মৃতি কি করে যাই ভুলি।

একুশ এলেই মায়ের চোখ
থাকে অশ্রু সিক্ত।
এ দিনেই মা হয়েছিল ব্যথায়
জর্জরিত আর রিক্ত।

একুশ মানে ত্যাগের মহিমা
জানায় সবাই সম্মান,
জীবনের বিনিময়ে ভাইয়েরা
বাংলা ভাষা করলো দান।

একুশ মানে বুকের রক্তে
রাঙানো দিন,
রবে সবার মনে হবে না
কখনও মলিন।