কানাইঘাটে ঢিল ছোঁড়া নিয়ে হামলায় প্রবাসীর স্ত্রী সহ ৩ শিশু সন্তান আহত

19

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপির কায়েস্তগ্রামে গত শনিবার সকাল ৮টার দিকে বরই গাছে ঢিল ছুঁড়ে মারা নিয়ে এক যুবকের হামলায় একই পরিবারের নারী শিশু সহ ৪ জন রক্তাক্ত আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় কানাইঘাট থানায় কায়েস্তগ্রামের কাতার প্রবাসী জিয়াউর রহমানের স্ত্রী আহত রাবিয়া বেগম (৩৫) বাদী হয়ে একই গ্রামের আব্দুর রউফের পুত্র হামলাকারী শাহিদুর রহমান (৩৭) কে আসামী করে গত শনিবার অভিযোগ দায়ের করলে থানার এসআই দেলোয়ার ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। অভিযোগে জানা যায় শনিবার সকাল ৮ টার দিকে কায়েস্তগ্রামের প্রবাসী জিয়াউর রহমানের শিশু পুত্র তানজিল (৮) বাড়ীর ইজমালী একটি বরই গাছ থেকে ঢিল ছুঁড়ে বরই পাড়ার চেষ্টা করলে একই বাড়ীর অভিযোগের বিবাদী শাহিদুর রহমান শিশু তানজিল কে মারধর করে রক্তাক্ত আহত করে। এ সময় তার মা রাবিয়া বেগম সন্তান কে উদ্ধার করার জন্য এগিয়ে আসলে কাঠের রোল নিয়ে শাহিদুর রহমান এলোপাতাড়ী ভাবে বেধড়ক পিটিয়ে রাবিয়া বেগম ও তার পুত্র মাহফুজ এলাহি (১০), ফাহমিদা বেগম (১৪) কে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় এলাকায় জনমনে ধিক্কার বইছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা প্রবাসীর স্ত্রী ও তার ৩শিশু সন্তানের উপর হামলাকারী শাহিদুর রহমানকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে দাবী জানিয়েছেন।