নিশাচর পাখির দল

73

সেলিম সিকদার

আমরা লেখক আমরা পাঠক নিশাচর পাখির দল
নিশি জেগে মনের কথা লিখবো এবার বল।
আমারা লিখি তোমরা কি ঘুমিয়ে থাকার দল ?
আমাদের সাথে জেগে শশী করছে কত ছল।
দুর আকাশে মিটিমিটি করে তারকারাজির দলবল
বাঁশ বাগানে নিঝুম মনে ডাকছে ঝিঁ ঝিঁ পোকার দল।
থেকে থেকে হুতুম পেঁচার ডাক শুনে ছেড়ে দিলাম ঘর
রাতের শশী ঝলশানো রুটি কাঁপছিলো থরথর
চৌকিদারের হাঁক শুনে চমকে উঠে কেউ !
মনের মাঝে বইছে প্রকৃতি প্রেমের ঢেউ।

ঘর ছেড়েছি এবার মোড় ফিরেছি বাঁয়
ঘুমান্ত এই শহর জেগে ডাক দিলো আয় আয়।
শহরটাকে সঙ্গে নিয়ে যাবে সুরমা নদীর পাড়
এগিয়ে দেখি ঝোপঝাড়ে জেনাক পোকার বসেছে দরবার।
আমায় পেয়ে কলকলিয়ে পদ্মদিঘীর জল
বললো হেসে আমরা সবাই নিশি জাগা পাখির দল।
উদাস মনে করছি এখন পদ্য লিখার খোঁজ
নিশাচর পাখিদের সভায় হবে এবার ভোজ।
দিঘীর জলে উঠলো হেসে জলজ উদ্ভিদ সব
পদ্য লিখবো পদ্য কবো নিশাচরদের কলরব।
কি করে আজ ভেবে না পাই মনের কথা কই
নিশির প্রকৃতিকে নিয়ে লিখবো পদ্য লিখার বই।