সিলেটে এমএএফ’র রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা

7

 

রাজনৈতিক দল ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অন্তভর্‚ক্তিমূলক ও সহনশীলতার চর্চা প্রচারের মাধ্যমে নীতি নির্ধারক ও নাগরিকদের মধ্যে সেতুবন্ধন তৈরীর লক্ষে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে দিনব্যাপী ‘রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সিলেট নগরীর মীরের ময়দানস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ‘মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম’ এমএএফ সিলেট’র উদ্যোগে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অংশগ্রহনকারীগন পাঁচটি দলে বিভক্ত হয়ে রাজনৈতিক সম্প্রীতি চর্চায় করনীয় বিষয়ে তাদের গ্রæপওয়াইজ লিখিত মতামত উপাস্থাপন করেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি এডভোকেট এটিএম হাসান জেবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আহমদ মুকুল এর পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ভিপি সামিয়া বেগম চৌধুরী, আক্তারুজ্জামান জগলু, তারান্নুম চৌধুরী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট রিজিওনাল ম্যানেজার রাহিমা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি