মাঘ মাসে..

18

তানহিম আহমেদ

পৌষ শেষে মাঘ মাসটা
এলো যে চুপিসারে
শিশির বিন্দু ঘাসে বুকে
মুক্তোর মতন ঝরে।

মাঘেএ শীতে বাঘ কাঁপে
এই প্রবাদটা আছে
খেঁজুর রসের হাড়ি ঝুলে
থাকে দূরের গাছে।

মাঘ মাসে পিঠাপুলি ধুম
ছুঁয়ে যায় প্রতি ঘরে
ফুলের বাগান রজনীগন্ধা
লাল ফুল দিয়ে ভরে।