শীতের মজা

44

স্বপন শর্মা

শীত এলে ঠিক পাড়া গাঁয়ে পিঠা খাওয়ার ধুম,
সবাই মাতি চড়ুইভাতি কেড়ে রাতের ঘুম।
আমার গাঁয়ে হিমেল বায়ে কষ্ট যেমন হত,
শীতকে পেয়ে ছেলে-বুড়ো সবাই খুশি কত!

খোলা আকাশ হিমেল বাতাস জমে শীতের মেলা
কি আয়োজন! ইশকুল মাঠে মজার যতো খেলা।
নকশি, পুলি, ভাপা চিতই অনেক রকম পিঠা
খুব মজাদার এসব খেতে লাগে ভীষণ মিঠা।

রাতের বেলা শীতের মেলা যাত্রা-পালা গান,
যেতে না পেরে বুড়ো দাদু করছে অভিমান।
কল্যান শীলের পালা গানে ভাওয়াইর সে সুরে
গাঁয়ের লোকের দুঃখ-শোকের কষ্ট যেত দূরে।

দিনে -রাতে বসত আসর গাঁয়ের খোলা মাঠে-
আমার গাঁয়ে এমন করে আজো তো শীত কাটে।