বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে ————- মাহমুদ উস সামাদ এমপি

8

সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। বিজ্ঞান মানুষকে অনেক অজানাকে জানার সুযোগ সৃষ্টি করে দেয়। তাই শিক্ষার্থীদেরকে হাতে কলমে লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হতে হবে। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্বারোপ করে যাচ্ছে। সরকারের এই লক্ষ বাস্তবায়ন করতে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রতি মনোনিবেশি হাওয়ার আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৩০ নভেম্বর সকালে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সত্যব্রত রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইশফাক উদ্দিন চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা মোস্তফা মাহবুব ইফতেখার চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষন সেন্টারের কর্মকর্তা লুৎফুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোনাহর আলী সোনা মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়, রেবতি রমন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত, ইউপি সদস্য সেলিম আহমদ প্রমুখ।
এর আগে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন করেন।
মেলায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সেগুলো হচ্ছে- ইছরাব আলী স্কুল এন্ড কলেজ, স্টার লাইট কলেজ, রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়, রেঙ্গা হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, সৈয়দ কুতুব জালাল মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, পি এল উচ্চ বিদ্যালয়, প্রগতি উচ্চ বিদ্যালয়, সিরাজ উদ্দিন আহমদ একাডেমি। বিজ্ঞপ্তি