দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের মানববন্ধন

47
সিলেট জেলা শাখা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি স্বপন কুমার ঋষি দাস।

সিলেট জেলা শাখা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর উদ্যোগে, কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে ৫ ডিসেম্বর আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংগঠনের সভাপতি স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে দলিত নেতা সঞ্জয় রবিদাস মনির উপস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মতিলাল বাল্মীকি, উপদেষ্টা মোঃ অনুর চৌধুরী, মহিলা সহ-সভাপতি মিনারানী ঋষি, সংগঠনের সাধারণ সম্পাদক সনজু রবিদাস, অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখা নারী মুক্তি সংসদের সভানেত্রী ইন্দ্রানী সেন সম্পা, সিলেট জেলা শাখা মহিলা জাতীয় পার্টির সহ-সভানেত্রী মোছাঃ রুনা বেগম, মানববন্ধনে বক্তারা বলেন টেকসই লক্ষ্যমাত্রা দলিতদের পিছনে রাখা যাবে না। দলিত জন গোষ্ঠীর ৮ দফা দাবির উপর ও দলিত ছিন্নমূল ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি ও সিলেটের জেলা প্রশাসকের নিকট জোরদাবী জানান।
এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা শাহানাজ বেগম, আবু রবি দাস, সংগঠনের কোষাধ্যক্ষ রাজু লাল ডোমার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকাশ ঋষি, মোঃ নাজিম উদ্দিন, মোঃ ইকবাল হোসেন কর্ণেল, খগেন্দ্র ঋষি, শসিন্দ্র ঋষি, নিপেন্দ্র ঋষি, শুভতোষ ঋষি, শাহেদা বেগম, রাহিমা বেগম, রুখিয়া বেগম, নাজমা বেগম, সুরেন্দ্র ঋষি, অরুন ঋষি, সজিত ঋষি, সরমিলা রানী ঋষি, মিনতী রানী ঋষি, কুমতারা রানী ঋষি, নকুল ঋষি, মোঃ আলমঙ্গীর, লতিফা বেগম, তাসলিমা চৌধুরী, বিনা কামাল, নাজমা বেগম, মোঃ মুহিবুর রহমান (এপল) মোঃ রাজু আহমদ, সালমা বেগম, মোঃ নুর ইসলাম, মোঃ লায়েক আহমদ, মোছাঃ মরিয়ম বেগম, সাজেদা বেগম, তানজিদা বেগম সহ মানব বন্ধনে দলিত নেতৃবৃন্দ ও সতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি