বিজয় নিশান

11

সৈয়দুল ইসলাম :

বাংলা মায়ের বীর সেনারা
স্বাধীন করলো দেশ,
হেসে খেলে ঘুরে বেড়াই
আনন্দের নেই শেষ।

নেই বেঁচে নেই সোনার ছেলেরা
দেশের জন্য লড়ে,
শহীদ হয়ে বেঁচে আছে আজ
বাংলার ঘরে ঘরে।

ডিসেম্বরের ষোলো তারিখ
একটি সোনালী দিন,
ফুলে গানে বিজয় বরণ
স্মৃতিতে অমলিন।

বিজয়ের দিনে বিজয়ের উল্লাসে
সারা বিশ্ব জুডে,
লাল সবুজের বিজয় নিশান
মুক্ত হাওয়ায় উডে।