৬টি আসনে ইভিএমে ভোট নেয়ার সিদ্ধান্ত ॥ এটি খুবই বিপদজ্জনক- ঐক্যফ্রন্ট

251

কাজিরবাজার ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ওই আসনে কাগজের কোনো ব্যালট ব্যবহার হবে না। কোন ছয়টি আসনে এই যন্ত্র ব্যবহার হবে সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে ২৮ নভেম্বরের বৈঠকে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান। তিনি জানান, এই আসনগুলো শহর এবং সিটি করপোরেশন এলাকার হবে। আর বাছাই করা হবে দৈবচয়ন ভিত্তিতে।
এবার জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা প্রতিক্রিয়া আছে। আওয়ামী লীগ চায় ভোট হোক ইভিএমে। তবে আপত্তি আছে বিএনপি এবং তার শরিকদের। এর মধ্যেই নির্বাচন কমিশন পরীক্ষামূলকভাবে কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহারের কথা জানিয়ে আসছিল। আর বিএনপির নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট দিয়েছে মামলার হুমকি। তবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, মামলা করলেও তারা এই যন্ত্রের ব্যবহার করবেন।
এতদিন দৈবচয়ন ভিত্তিতে বিভিন্ন আসনে কিছু কেন্দ্রে যন্ত্রটি ব্যবহারের কথা বলা হচ্ছিল। তবে এবার কমিশন একই আসনের সবগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিল।
এই ছয় আসনে ইভিএম ব্যবহারে কত জনবল লাগবে-জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘যে সমন্ত আসন নির্ধারণ করা হবে, সেসব আসনে কতগুলো কেন্দ্র আছে, সব কিছু বিবেচনা করেই জনবল নির্ধারণ করা হবে।’
এসব কেন্দ্রে ইভিএমের পাশাপাশি ব্যালট বাক্স ও পেপার রাখার কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান হেলালুদ্দীন।
বিভিন্ন পক্ষের বিরোধিতার মধ্যেই ইভিএম ব্যবহারের কারণ জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এটি কমিশনের সিদ্ধান্ত। ডিজিটাল ব্যবস্থাপনায় যেহেতু বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, মানুষ অনেক শিক্ষিত হয়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন ইভিএম ব্যবহারের পরিকল্পনাও আছে। বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করে সফলতা পেয়েছি। সবদিক বিবেচনা করে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। এ থেকে আর সরে আসার সুযোগ নেই।’
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এই বৈঠকে ইভিএমের বিরোধিতা করেছেন কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘তিনি বৈঠকে উপস্থিত ছিলেন। এর বিরোধিতা করেননি। তাই ধরে নিতে হবে উনার সম্মতি দিয়েছেন।’
ইভিএম ব্যবহার করলে মামলা করলে কী করবেন, এমন প্রশ্নে সচিব বলেন, ‘মামলা করলে তখন দেখা যাবে’।
বিপজ্জনক বলছে ঐক্যফ্রন্ট : নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করেছে বিএনপির জোট জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের তো জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এটা খুবই বিপদজনক।
‘তারা ছয়টি আসনের সবকয়টি কেন্দ্রে না করে, কিছু আসনে কয়েকটি কেন্দ্রে পরীক্ষামূলক করতে পারত। কারণ, এটাতে তো ফলাফল ম্যানুপুলেট করা গেলে বিপজ্জজনক।’
‘ইভিএম সম্পর্কে সন্দেহ হলো, এটাতে ম্যানুপুলেট করা যায়, কিন্তু চেক করা যায় না। এ কারণে আমরা ঐক্যফ্রন্ট এটা নিয়ে আপত্তি করছি।’