সিলেটে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

18

 

স্টাফ রিপোর্টার

সিলেট নগরীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাফি হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। ডেঙ্গুতে মৃত্যু হওয়া তরুণ রাফি হোসেন মৌলভীবাজার শহরের চৌমুহনী এলাকার আল-ফালাহ প্রিন্টার্সের মালিক মোক্তাদির হোসেনের ছেলে।
রাফির পরিবারের ঘনিষ্টজন কবি মুজাহিদ আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও সিলেট সিভিল সার্জন কার্যালয়ে এ সংক্রান্ত কোনো তথ্য নেই।
রাফির পরিবারের লোকজন জানান, গত কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত হলে রাফিকে সিলেটের ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। লাইফ সাপোর্টে থাকা রাফির অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা ওবায়দুল হক বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ওই রোগীর মৃত্যু হয়েছে, এমনটি ধারণা করা হচ্ছে। তবে কয়েকটি টেস্টের রিপোর্ট আসলে তখন বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এ বিষয়ে বলেন, কয়েকটি টেস্টের রিপোর্ট আসতে এখনো বাকি। এগুলো আসলে ওই কিশোরের মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।