শাবিতে ট্যুরিস্ট ক্লাব সাস্ট’র অ্যালামনাই কমিটি গঠিত

10

শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভ্রমণ বিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর তিন বছর মেয়াদী প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর কমিটি গঠিত হয়েছে। এতে সংগঠনের ১৪তম কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি আবু কাওসার সুজনকে সভাপতি এবং ১৫তম কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি শেখ মুহাম্মদ সাদ উল্লাহকে সাধারণ সম্পাদক নিবার্চিত করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় শাহজালাল বিশ^বিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্যুরিস্ট ক্লাব সাস্টের বর্তমান সভাপতি সোহানুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আনিকা তালুকদার ইভা (১৪তম কমিটির সাবেক সহ-সভাপতি), সহ-সভাপতি তাসনিম আফরোজ (১৪তম কমিটির সাবেক সহ-সভাপতি), যুগ্ম সাধারণ সম্পাদক পীষুস কান্তি দাস (১৫তম কমিটির সাবেক সহ-সভাপতি), সাংগঠনিক সম্পাদক জুয়েল পাল ( ১৫তম কমিটির সাবেক সাধারণ সম্পাদক), কোষাধ্যক্ষ সাদিয়া মাহজাবীন নিটোল (১৫তম কমিটির সাবেক সহ-সভাপতি), ভ্রমণ বিষয়ক সম্পাদক মোস্তফা আল-আমিন ভূঁইয়া (১৬তম কমিটির সহ-সভাপতি), প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ (১৬তম কমিটির সাবেক সাধারণ সম্পাদক), দপ্তর সম্পাদক সৈয়দ মোক্তাদির আল সিয়াম (১৬তম কমিটির সাবেক সহ-সভাপতি), প্রচার সম্পাদক ওয়াজিহা তাসনিম পূর্বা (১৬তম কমিটির সাবেক সহ-সভাপতি)।
কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোহাম্মদ বদরুদ্দোজা শাহীন, সাবেক সভাপতি বেলায়েত হোসেন চৌধুরী, এটিএম হুমায়ূন কবির আনসারী, আহমেদ জুবায়ের মাহবুব, মোহাম্মদ তানভীর আহমেদ চৌধুরী, মোহাম্মদ মাহবুব উল হাকিম শোভন, মোস্তাফিজুর রহমান, তামজীদ আহমেদ এবং সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন ভূঁইয়া।
এ সময় ভ্রমণ বিষয়ক সম্পাদক মোস্তফা আল-আমিন ভূঁইয়া বলেন, সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন, সাংগঠনিক দক্ষতা, সক্ষমতা ও সহযোগিতা বৃদ্ধির জন্য এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত হয়েছে। আগামী ২০২০ সালের ১ জানুয়ারিতে ক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব পালন করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ট্যুরিস্ট ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক কাজী মেহেদী হাসান, সহ-সভাপতি আসাদুজ্জামান নয়ন, সাবেক সভাপতি মুক্তাদিরুল ইসলাম প্রমুখ।