বালাগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ২

18
বালাগঞ্জে ডাকাতদের হামলায় আহত শাহজাহান মিয়া।

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বালাগঞ্জে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শাহজাহান মিয়ার বাড়িতে এই ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মো. শাহাজান মিয়া ও তার ভাগনা ফুয়াদ আহমদ আহত হয়েছেন। গুরুতর আহত শাহজাহান মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজান মিয়ার পরিবারের সদস্যরা জানান, শাহজান মিয়ার ভগ্নিপতি ইলিয়াস মিয়ার পরিবার ইংল্যান্ডে থাকেন। ভগ্নিপতির বাড়িতে শাহজান মিয়া পরিবার নিয়ে বসবাস করেছেন। সম্প্রতি শাহজান মিয়ার বোন এবং ভগ্নিপতি দেশে আসেন। কিন্তু শনিরবার রাতে তারা বাড়িতে ছিলেননা। রাতে ১৫-২০ জনের সংঘবদ্ধ মুখোশ পরা সশস্ত্র ডাকাত দল বারান্দার কলাসিবল গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ঘরে থাকা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে নগদ ১ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে শাহজান মিয়ার বাড়িতে ডাকাতি করার পূর্বে ডাকাতদল একই ইউনিয়নের বাণীগাঁও গ্রামের একটি বাড়িতে হানা দেয়। গ্রামের লোকজন ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করলে ডাকাতরা সেখান থেকে পালিয়ে আসে।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, গতকাল রবিবার সকালের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি, ডাকাতির ঘটনায় আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে। ওসি বলেন, ২০১৪ সালে শাহজান মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এবং মামলাও করা হয়। ধারণা করা হচ্ছে এই মামলায় জামিনে থাকা ডাকাতরা ওই বাড়িতে ফের ডাকাতির করতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।