সংবাদ সম্মেলনে সিলেট থেকে ॥ নতুন রাজনৈতিক দল “বিডিপির” আত্মপ্রকাশ

96

DSC_1376স্টাফ রিপোর্টার :
সিলেট থেকে ‘বাংলাদেশ গনতান্ত্রিক দল’ নামের একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। তবে দলটির কোনো নিবন্ধন এখনো হয়নি। প্রত্যেক জেলা উপজেলায় কমিটি গঠন করা হয়ে গেলে দলটির নিবন্ধনের জন্য আবেদন করবে বলে জানিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা শামছুল আলম চৌধুরী সুরমা ভাই। গতকাল শনিবার দুপুর নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সংবাদ সম্মেলনে শামছুল আলম চৌধুরী সুরমা ভাই বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। বিডিপি একটি ফেইসবুক ভিত্তিক রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, ‘দলে গণতন্ত্র না থাকলে দেশে গণতন্ত্র থাকে না। আর দল অগণতান্ত্রিক রেখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’ তার দলের ৬ দফা কর্মসূচির মধ্যে রয়েছে-(ক) দলের কেন্দ্রীয় কমিটির সভাপতির মেয়াদ হবে ৫ বছর এবং আঞ্চলিক কমিটির মেয়াদ হবে দুই বছর। প্রতি কেন্দ্রিয় কমিটির নতুন সভাপতি হবেন (খ) একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী- দুই পদে থাকতে পারবেন না (গ) প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য পদে কেউ দুইবারের বেশি হতে পারবেন না (ঘ) দলের একাধিক নেতা প্রধানমন্ত্রী পদে নির্বাচনে অংশ নেয়ার জন্য (আমেরিকার মতো) দলের কাছে দলীয় মনোনয়ন চাইতে পারবেন (ঙ) দেশের যে কোন নাগরিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। সে জন্য কোন প্রকার পূর্বশর্ত যেমন এলাকার এক শতাংশ ভোটারের সম্মতি স্বাক্ষর সংগ্রহ করে নির্বাচন কমিশনে জমা দিতে হবে না এবং  (চ) যে কোন নাগরিক যে কোনো সময় যে কোনো দলে যোগদান করে নির্বাচনে অংশ নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নূরুল হক চৌধুরী, ফারুক আহমদ চৌধুরী, মুজিবুর রহমান, সোয়েদ শাকিল খান, মনিরুল ইসলাম খান প্রমুখ।