কর্মজীবী শিশুদের শিক্ষার অধিকার সর্বত্র প্রতিষ্ঠিত করতে হবে – বিভাগীয় কমিশনার

55

সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী বলেছেন কর্মজীবী শিশুদের শিক্ষার অধিকার সর্বত্র প্রতিষ্ঠিত করতে হবে। তাদেরকে বাদ দিয়ে সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকার সকলের শিক্ষার অধিকার নিশ্চিত করতে কাজ করছে। ওরা শিক্ষা অর্জন করলে পুরো দেশ উপকৃত হবে। বেসরকারী পর্যায়ে কর্মজীবী শিশুদের পড়ালেখার জন্য এ ধরনের কার্যক্রম প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এইচএসবিসি ব্যাংকের সহযোগিতায় আইডিয়া এনশিওরিং এডুকেশন ফর ওয়াকিং চিলড্রেন নামে প্রকল্পের শেষ কর্মমাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপ-পরিচালক তাহমিনা খাতুন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক নজরুল ইসলাম ও এইচএসবিসি ব্যাংক এর এজিএম ফারহান জি চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল ইসলাম। বিজ্ঞপ্তি