জেঁকে বসেছে শীত

33

স্টাফ রিপোর্টার :
পৌষের শেষের দিকে এসে সারাদেশে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আগামী সপ্তাহে তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভবানা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবীদ সাঈদ আহমদ চৌধুরী।
প্রথম দিকে শীতের তীব্রতা খুব একটা শীত অনুভূত না হলেও গত বুধবার থেকে সারাদেশের অবস্থা অনেকটা ঠান্ডায় জমে যাওয়ার মতো। শ্রীমঙ্গলসহ দেশের অন্যান্য স্থানের জন্য এটি শৈতপ্রবাহ হলেও সিলেটের ক্ষেত্রে শীত মৌসুমে এটি আবাহাওয়ার স্বাভাবিক আচরণ। কোন স্থানের বা অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটিকে শৈত প্রবাহ বলা হয়। সে হিসাবে সিলেটে গত ২৪ ঘন্টার গড় তাপমাত্রা ছিলো ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই সিলেট অঞ্চলের জন্য এবছরের সবচেয়ে কম তাপমাত্রা।
গতকাল শনিবার সকাল থেকে সিলেটের তাপমাত্রা কিছুটা বেড়েছে। এই মুহূর্তে তা ১৩ ডিগ্রি সেলসিয়াস। সাঈদ আহমদ জানিয়েছেন, আগামী সপ্তাহে সিলেটের আরও শীতের তাপমাত্রা আরেকটু বাড়বে।