অতিদরিদ্র পরিবারের মেয়েদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

34

ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া’র উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে গত সোমবার অতিদরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অতিদরিদ্র পরিবারের ১৭জন মেয়েকে আয়বর্ধক কাজে অন্তর্ভূক্ত করার মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে দীর্ঘ ৩ মাসের প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন, সার্টিফিকেট ও প্রয়োজনীয় আনুষাঙ্গিক যন্ত্রপাতির একটি টুলবক্স প্রদান করা হয়।
রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে অবস্থিত আইডিয়া হেলথ কেয়ার সেন্টারের সভাকক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। আইডিয়ার এডভোকেসি এসোসিয়েট তামান্না আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিহা নাহিয়ান এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ। রানীগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য নাজমুল হক এবং রৌয়াইল গ্রামের বিশিষ্ট মুরব্বি কোরেশ মিয়া এবং মুক্তিযোদ্বা আসাদ মিয়া ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি