শরৎ এলো

67

নুশরাত রুমু

ষড়ঋতুর পালাবদল
এবার শরৎ এলো
সূর্যি মামা খুব সকালে
রোদের ঝিলিক দিলো।

কাশের বনে যাই হারিয়ে
সুনীল আকাশ হাসে
শিউলি ফুলে মন জাগিয়ে
শিশির ঘুমায় ঘাসে।

মেঘ ভেসে যায় দূর অজানায়
শিমুল তুলোর মত
ধানের ক্ষেতে ঢেউয়ের সাথে
ভাবনা আসে শত।

জোছনা রাতে স্নিগ্ধ সমীর
হিমেল পরশ ছাড়ে
পাকা তালের সুবাস পেয়ে
রসনায় মন কাড়ে।