তাহিরপুরে পাথর কোয়ারীর পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু

6
রাগবি আহমেদ সায়েম।

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
ট্যাকেরঘাট খনিজ প্রকল্পের পাথর কোয়ারির পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম রাগবি আহমেদ সায়েম (২২) তিনি এমআইএসটি ২য় বর্ষের ছাত্র। ঢাকার মিরপুর কাজি পাড়ার বাসিন্দা। তার পিতার নাম ফরহাদ আহমেদ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল ৪.৪৫ মিনিটে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পের পরত্যিাক্ত পাথর কোয়ারীতে।
নিহতের বন্ধু মেহেদি হাসন শুভ ও আল শাহারিয়ার জানান, ট্যাকেরঘাট খনিজ প্রকল্প কোয়ারীতে সবাই গোসল করতে নেমেছিল। অনেকেই কায়াকিং করছিলো। রাগিব আহমেদ সায়েম একটি ছোট নৌকায় লেকের পারে বসা ছিল। সে সময় অপর একটি নৌকা পারে ভিড়ার সময় তাকে ধাক্কা দিলে সে পানিতে পরে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তা ১৫ মিনিট খোঁজাখুঁজির পর তাকে মুমূর্ষু প্রায় অবস্থায় উদ্ধার করে তাহিরপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।