বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

57

স্টাফ রিপোর্টার :
নগরী থেকে বিকাশ প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেট থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত- মো. কামরুল আলম (৩৭) ও রাশেদুজ্জামান মানিক (২৬)। গতকাল শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, গ্রেফতারকৃতরা দেশের কয়েকটি জায়গায় বিশেষ করে অসাধু উপায়ে সিম ক্লোন করে এজেন্ট ও গ্রাহকদের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। সিলেটেও তারা সিম ক্লোনের মাধ্যমে বিকাশ একাউন্ট থেকে টাকা অন্যত্র সরাচ্ছিল প্রতারকরা।
গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া কামরুল আলম খুলনা জেলার খয়রা গ্রামের ও অপরজন ফরিদপুর থানার রগনন্দনপুর গ্রামের বাসিন্দা।
ওসি মোশারফ হোসেন জানান, তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিম কার্ড ও চেক উদ্ধার করা হয়েছে। তবে বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া কোনো টাকা উদ্ধার করা যায়নি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।