মতবিনিময় সভায় বক্তারা ॥ প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান

23

Chatra Front Pic 30-01-15সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার উদ্যোগে গতকাল বিকাল ৪টায় সিলেট সিটি কর্পোরেশন সম্মেলন  কক্ষে  প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান এবং আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেটের নানা শ্রেণী পেশার মানুষসহ ছাত্র-শিক্ষক-অভিভাবকরা উপস্থিত ছিলেন। সংগঠন সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানার সভাপতিত্বে এবং সধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খন্দকার দাহিরুল ইসলাম মিথুন, দর্শন দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক,  বিজ্ঞান চর্চা কেন্দ্রের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. ফাতেমা ইয়াছমিন, গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক দেবাশীষ দেব দেবু, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক নিরঞ্জন সরকার অপু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুমায়ুন কবীর জুয়েল, এডভোকেট উজ্জ্বল রায়,সংগঠন কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় ‘সেমিনার পেপার’ পাঠ করেন সংগঠন সিলেট নগর শাখার অর্থ বিষয়ক সম্পাদক রুবেল মিয়া, এ সময় উপস্থিত ছিলেন প্রবীন রাজনীতিবিদ ও গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সহ সভাপতি প্রকৌশলী আইয়ুব আলী।
বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় যেন কোনোভাবেই প্রশ্নফাঁসের মতো ঘটনা না ঘটে ও ইতিপূর্বে যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সাথে সাথে এ ধরনের যেকোন সর্বনাশা  আয়োজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় বক্ত করেন। বিজ্ঞপ্তি