গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুই ভাই নিহত, আহত ১ ॥ প্রতিবাদে ট্রাকে আগুন দিয়ে তিন ঘন্টা সড়ক অবরোধ

154

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে  :
ি গোলাপগঞ্জে ট্রাকের চাপায় সিএনজি চালসহ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজির অপর যাত্রী গোলাপগঞ্জ দাঁড়িপাতন এলাকার বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান সিলেট আই সিসিইতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ী ইউপির হেতিমগঞ্জ মোল্লাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আহত চেয়ারম্যান ফজলুর রহমান বিশেষ কাজে নিহত সিএনজি চালককে নিয়ে নিজ বাড়ী থেকে সিলেটের উদ্দেশ্য রওয়ানা হন। বাড়ী থেকে বেরিয়ে পৌর চৌমুহনীতে আসার পর দেখেন পার্ক শ্রমিক তরমুজ আলী গাড়ীর জন্য অপেক্ষা করছেন। এ সময় তিনি তাকেও তার ভাইয়ের সিএনজিতে তুলেন। সে গোলাপগঞ্জ ড্রিমল্যান্ড পার্ক তার কর্মস্থলে নামার কথা ছিল। নিহতরা হলেন,গোলাপগঞ্জ পৌরসভার ঘোগারকুল গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে সিএনজি চালক সুরুজ আলী (৩৮) ও নিহতের আপন বড় ভাই গোলাপগঞ্জ ড্রীমল্যন্ড পার্কের কর্মচারী তরমুজ আলী (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল বুধবার সকাল ১০টায় গোলাপগঞ্জ থেকে ছেড়ে যাওয়া (টিভিএস) অনটেস্ট সিএনজি অটোরিক্সা উপজেলার ফুলবাড়ী ইউপির হেতিমগঞ্জ মোল্লাপাড়া গ্রামে পৌছা মাত্র গোলাপগঞ্জগামী একটি নাম্বারবিহীন বালুর ট্রাক ওই সিএনজিতে ধাক্কা দিয়ে প্রায় দুই’শ গজ দূরে টেনে হেঁচড়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা ধুমড়ে মুচড়ে যাওয়া যাত্রীবাহি সিএনজিটি ট্রাকের নিচ থেকে উদ্ধার করে চালকসহ যাত্রীদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সিএনজি চালক সুরুজ আলী ও সিএনজি চালকের বড় ভাই তরমুজ আলীকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন ওই ট্রাকে পেট্রোল লাগিয়ে আগুন ধরিয়ে দেন। পরে সিলেট দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তনই বিশ্বাসের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে ওই ট্রাকটির আগুন নিবাতে সক্ষম হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা দুই ঘন্টা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পরে স্থানীয় পুলিশ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ওই ট্রাক চালকে ধরিয়ে সুষ্ঠু বিচার পাইয়ে দেয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা তাদের অবরোধ প্রত্যাহার করেন। দুপুর ১টায় সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল রহমানের বাড়ীর সামনে সিলেট-জকিগঞ্জ সড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে চেয়ারম্যানের গ্রামের লোকজনসহ স্থানীয় জনতা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধে অবরোধ প্রত্যাহার করা হয়। স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখার পর শতশত যানবাহন আটকা পড়ে সড়কে। বিকালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ট্রাক চালককে আটক করে। সে টাংগাইল জেলার নাগরপুর থানার কলমাইত গ্রামের সোনার উদ্দিনের ছেলে রাজিব আহমদ (২৫)। এদিকে ময়না তদন্ত শেষে রাত ১০টায় নিহত দুই ভাইয়ের জানাজা শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়।