মানবতার কল্যাণে ওসমানীনগরে প্রতিষ্ঠিত হলো স্মৃতি বন্ধন কল্যাণ ট্রাস্ট

9

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
দেশে-বিদেশে অবস্থানরত সেই চিরপরিচিত মুখদের খুঁজে ফিরতে আর ফেলে আসা দিনগুলোর স্মৃতিতে হৃদয়কে রাঙ্গানোর প্রত্যয়ে মানবতার কল্যাণে ওসমানীনগরে প্রতিষ্ঠিত হয়েছে স্মৃতি বন্ধন কল্যাণ ট্রাস্ট। উপজেলার তাজপুর ডিগ্রী কলেজের এইচএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে ট্রাস্টটি গঠন করা হয়। ট্রাস্টের নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি ইয়াকুতুল গনি ওসমানী টিটু, সহ-সভাপতি মাওলানা ওলিউর রহমান, সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহীন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন মাছুম, অর্থ সম্পাদক এম মনজুর আহমদ (মন্জু), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নির্মলেন্দু চৌধুরী পান্না, সমাজ সেবা সম্পাদক সুব্রত দাস মিটু, মহিলা বিষয়ক সম্পাদক আয়শা বেগম লাকি, সহ মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আক্তার, দপ্তর সম্পাদক মোতাহির আলী রানা, কার্য নির্বাহী সদস্য মো: গয়াছ মিয়া, জুবেল আহমদ সেকেল, জুনেদ মিয়া, সন্তোষ দেব, আব্দুর রহমান রায়হান। কল্যাণ ট্রাস্ট করার প্রতিক্রিয়ায় ট্রাস্টের সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী ও কোষাধ্যক্ষ সিলেট চেম্বার অব কর্মাসের সদস্য মনজুর আহমদ মন্জু জানান, একই সময়ে পড়াশুনা করে আসা অনেকেই এখন দেশে বিদেশে নিজ নিজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেশ-বিদেশে বিভিন্ন অবস্থানে ছড়িয়ে থাকা সহপাঠিদের আত্মার বন্ধন সুদৃঢ় করে সুখ-দুঃখে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার প্রত্যাশার পাশাপাশি স্মৃতির অঙ্গনে প্রিতির বন্ধনে সামাজের কল্যাণে অংশ গ্রহণের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ৯৪ ব্যাচের সহপাঠিদের সর্ব সম্মতি ক্রমে ট্রাস্টটি গঠিত হয়েছে।