প্রকৃত মানুষ

42

সুমন দাস

পথের মাঝেতে পথকে খুঁজি,
মানুষের ভিড়ে প্রকৃত মানুষ,
নিজেকে জাহিরে ব্যস্ত সবাই,
পাইনা দেখা মান আর হুঁশ।

আমার চেয়ে কেউ বড়ো নয়,
এই চিন্তাটা আজ সবার মনে,
প্রকৃত মানুষ খুঁজে পাওয়াটা,
মুশকিল যে এই সুন্দর ভুবনে।

কেউবা আছে সমাজের চোখে,
দেখায় সে কতো ভালো মানুষ,
নিজের স্বার্থে পড়লে আঘাত,
খসে পড়ে আড়ালের মুখোশ।

অভিনয়ের রঙ্গমঞ্চেতে সবাই,
করছে যে প্রতিদিনই অভিনয়,
প্রকৃত মানুষের আজো অভাব,
মানুষের গড়া পুরো পৃথিবীময়।