নগরীর বিভিন্ন এলাকায় ১৭ মাদকসেবীর কারাদন্ড

16

স্টাফ রিপোর্টার :
মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। গত রবিবার র‌্যাব-৯, সিপিসি-১ সদস্যরা নির্বাহী ম্যজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিলকে নিয়ে এ অভিযান পরিচালনা করে বলে গতকাল সোমবার দুপুরে র‌্যাব-৯ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হচ্ছে- দক্ষিণ সুরমা থানার ঝধি গ্রামের সোলেমানের পুত্র রায়হান (৩০) ০২ মাস, কোতোয়ালি থানা এলাকার আফজাল আলীর পুত্র মুনজুর (২১), ১ মাস, দক্ষিণ সুরমা থানার আব্দুস শুক্কুর (৩০), ১ মাস, খালের মুখ গ্রামের আব্দুল হাতেমের পুত্র মো. রমজান (৩০), ১ মাস, সিলাম গ্রামের মৃত ওমর আলীর পুত্র আব্দুল হেকিম (৫০), ৩ মাস, এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকার ওসমান আলীর পুত্র সাদিকুর রহমান (২৪), ২ মাস, দয়ানীর গ্রামের আরস আলীর পুত্র ইমন সওদাগর ২২ দিন, মন্তু মিযার পুত্র লিলু মিয়া (৩০), ১ মাস, শিববাড়ির নুর ইসলামের পুত্র রাজন আহমদ (৩৫) ২০ দিন, ইউসুফ মিয়ার পুত্র মইনুল হোসেন (২৪) ১ মাস, নগরীর কলাপাড়া এলাকার আব্দুল কাইয়ুমের পুত্র মনির (৩০) ১ মাস, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মজিদুল হকের পুত্র মিজান (২৫) ১ মাস, দক্ষিণ সুরমার স্টেশন রোডের মৃত আবুল আলীর পুত্র সোহেল আহম্মদ (২০) ১ মাস, নগরীর জেলরোড এলাকার রনজিত পালের পুত্র রতন পাল (২০) ১৫ দিন, লাউয়াইয়ের মৃত মর্তুজ আলীর পুত্র মোকলেস (৩৫) ১ মাস, সেলিম মিয়ার পুত্র মো. সামসুল ইসলাম (৩০) ১ মাস ও চাঁদনীঘাট এলাকার মৃত নওয়াব আলীর পুত্র সুমন মিয়াকে (৩১) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড।
অভিযানকালে মাদকসেবীদের নিকট থেকে ৩২ গ্রাম গাঁজা উদ্ধার করে ধ্বংস করা হয়। সাজাপ্রাপ্তদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।