শিরোপা জিতবে জার্মানি – রয়টার্স জরিপ

68

ক্রীড়াঙ্গন রিপোর্ট :
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে রাশিয়া বিশ্বকাপে অংশ নিবে জার্মানি। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে চতুর্থবারের মতো শিরোপা জিতেছিল ইউরোপের এই দলটি। এবারের বিশ্বকাপেও তারা হট ফেভারিট। লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের জরিপ অনুসারে, এবারও শিরোপা জিতবে জার্মানি।
জরিপে অংশ নেয়া ১৪৫ জনের মধ্যে ৪৩ জন মত দিয়েছেন জার্মানির পক্ষে। ৩৭ জন মত দিয়েছে ব্রাজিলের পক্ষে। এই জরিপে যারা অংশ নিয়েছেন তাদের বেশিরভাগই ফাইনান্সিয়াল স্পেশালিস্ট।
জোহানেসবার্গের ইএফকনসাল্ট এর প্রধান অর্থনীতিবিদ ফ্রাঙ্ক ব্লাকমোর বলেছেন, ‘জার্মানি দলে দক্ষতা ও শৃঙ্খলার দারুণ সমন্বয় রয়েছে। দলটি একক কোনো তারকা খেলোয়াড়ের উপর নির্ভর নয়। তাদের উচ্চ মাপের অনেক খেলোয়াড় আছে। এজন্য আমি মনে করছি, এবার জার্মানি শিরোপা জিতবে।’
বিশ্বকাপে গ্র“প পর্বে গ্র“প ‘এফ’এ খেলবে জার্মানি। এই গ্র“পে অন্য তিনটি দল হচ্ছে মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া। জার্মানি নকআউট পর্বে উঠলে দ্বিতীয় রাউন্ডে তাদের খেলা পড়বে গ্র“প ‘ই’ এর কোনো একটি দলের সঙ্গে। ওই দলে রয়েছে ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও কোস্টারিকা।