দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে ড. খন্দকার মোশাররফ ॥ নিত্যপ্রয়োজনীয় মূল্য বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোতে হাহাকার চলছে

7
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য। ক্রমাগত এই দ্রব্যমূল্যের বৃদ্ধিতে এমনিতেই দিশেহারা মানুষ। অন্য দিকে জ্বালানি তেল, পানি, গ্যাস ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুর মূল্য বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোতে হাহাকার চলছে। সরকার জনগণের কথা চিন্তা করছে না। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার মেগা প্রকল্পের মাধ্যমে মেঘা দুর্নীতি করছে। তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের অধীনে একটি অবাধ, নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন।
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট মহানগর আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালীর পংকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার চেয়ারপার্সের উপদেষ্টা ড.এনামুল হক চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি মামুনুর রশিদ খান, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহিন, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিসবাহ উদ্দিন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনউদ্দিন সোহেল, সদস্যবৃন্দের মধ্যে আমির হোসেন, মাহবুব কাদির শাহী, আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দীকি খালেদ, মুর্শেদ আহমদ মুকুল, আফজল উদ্দিন, মাহবুব চৌধুরী, আবুল কালাম, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আনসার উদ্দিন, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, মহানগর সভাপতি ইউনুস মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জাসাস মহানগরের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আহমদ, কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান।
উপস্থিত ছিলেন, সিলেট জেলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, কৃষকদল আহ্বায়ক শহীদ আহমদ মহানগর যুবদলের সদস্য সচিব শাহ্ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে এহসান রাব্বী, জেলা ছাত্রদলেল সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন নাদিম প্রমুখ। বিজ্ঞপ্তি