লাগবে না কোন বন্ধু

32

শাহিন আলম সরকার

প্রয়োজনে বন্ধু আমি কত যে আপন
তারপর মোরে ছাড়া করে সে যাপন।
ধূলি মাঝে হাসি দিয়ে নিয়েছিনু বুকে
বুঝলো না সে আমায় মারে ধুঁকে ধুঁকে।
রঙিন পথের ধারে দিয়ে আমি তারে
ছুটে যাই বাঁকা পথে যেন বারে বারে।
তার সুখে হাসি আমি কাঁদি দুঃখ পেলে
সেই বন্ধু এই বুকে অগ্নি দিল জ্বেলে।

জীবনের সব কিছু যাক পর ধার
উপকার না করলে কি হবে আমার?
কষ্ট তরী বেয়ে সুখ নাহি খুঁজে পাবো
না হয় এই ভুবনে আগে মরে যাবো।
হবেই তো একদিন জীবনের শেষ
থাকবে না কোন বন্ধু গেলে সেই দেশ।