গুণের টোপায়

44

রমজান আলী রনি

হিংসা-বিদ্ধেস দূর করে
কাছে ডাকো যারে
গোপনেতে দাবানলে
ঘৃণা করো তারে।

গুণের টোপায় আগুন লাগে
কাজের কথা কই
সকাল ছিলে ঘুমের ভিতর
বিকেল-রাত্রে কই?

সামনে করি চেতন তারে
পিছে গেলে বেহুশ
মুখের কথা মুখেই বলি
চোখের কথায় দে, দোষ!

ভাদ্র মাসে বৈশাখী ঝড়
আগাম বাতাস দেয়
বাতাসার স্বাদ গুড়ের ভিতর
কিসের মজা নেয়?