৭টি স্কুলের ৪র্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে শফিউল আলম নাদেল ॥ দাদুরা আমাদের জীবনের অনেক আবেগ-অনুভূতির স্থান জুড়ে আছেন

14
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সহ নগরীর ৭টি স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে নগদ অনুদান বিতরণ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, স্কুল জীবনের দাদুরা আমাদের জীবনের অনেক আবেগ-অনুভূতির স্থান জুড়ে আছেন, সেই আবেগ থেকেই তাদের মধ্যে এই অনুদান বিতরণের আয়োজন। জীবনে চলার পথে নানাজন নানা স্মৃতি নিয়ে জড়িত থাকেন, তাদেরকে মূল্যায়ন করা প্রয়োজন।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ নগরীর ৭টি স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে নগদ অনুদান বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের প্রধান শিক্ষক কবির খানের সভাপতিত্বে ও ইয়ামিন শাহরিয়ার ইনুর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মনজুরুল ইসলাম চৌধুরী, তোফায়েল আহমদ লিমন, অরূপ শ্যাম বাপ্পি, জুন্নুরাইন দারা, কাওছার আহমদ টিপু, দেলওয়ার জাহান আপেল, হরিপদ দে, আবু সুফিয়ান, মির্জা মো. শরিফুল ইসলাম, রাজিব আহমদ, রাহাত তরফদার, কবির আহমদ, তওসিফ আহমদ রিয়াদ, ফাইয়ান চৌধুরী, জায়েদ আহমদ।
উল্লেখ্য, অনুষ্ঠানে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ নগরীর ৭টি স্কুলের ৪০জন চতুর্থ শ্রেণির কর্মচারীকে ঈদ উপহার হিসেবে নগদ অনুদান প্রদান করা হয়।