বকের উপবাস

17

শম্পা ঘোষ

বকমামা এলো উড়ে
বসলো এসে জলের ধারে।
ঠ্যাঙ ঠ্যাঙে লম্বা পায়ে
হাঁটে যে হেলে দুলে।
তীক্ষ্ম তার চোখের দৃষ্টি
বসে থাকে আসবে বৃষ্টি।
মাছেরা উঠবে ভেসে
ছোঁ মেরে ধরবে শেষে।

মাছরাঙা উড়ে এসে জুড়ে বসলো
খফ করে মাছ ধরলো।
বকমামা ভেবেই মরে
পেট যে গুড় গুড় করে।
কোথায় আমি যাবো এবার
সাধ ছিলো ল্যাঠা মাছ খাবার।
বকেদের বড় ধৈর্য্য
মুখ বুজে করে সহ্য।

ঘুরে বসে অন্য পাড়ে
খাবার যেন কেউ না কাড়ে।
বুদ বুদ কাটে জলে
মাছেরা খেলা করে।
বকের ঠোঁটে হাসি জাগে
সত্যি সে মাছ খাবে।

ভাগ্য তার দেয় না সাড়া
গাংচিল মারলো তাড়া।
মাছেরা পালিয়ে গেলো
বকের চোখে জল যে এলো।
সন্ধ্যা কখন ঘনিয়ে আসে
বকমামা উড়ে গেলো অবশেষে।