অসহায় দরিদ্র মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবেন প্রবাসীরা ——–পুলিশ সুপার

66

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সিলেট জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেছেন, প্রবাসীদের অবদান এই অঞ্চলের মানুষ চিরদিন মনে রাখবে। যে সব অসহায় দরিদ্র মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত তাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে এ এলাকার প্রবাসীরা তাদের মনে চির স্মরণীয় হয়ে থাকবেন। বৃহস্পতিবার বেলা আড়াইটায় উপজেলার মাটিয়াকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভলাপমেন্ট অর্গানাইজেশন ইউকের উদ্যোগে গরীব ও অসহায়দের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। অর্গানাইজেশনের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ সাজন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আনিছুর রহান ,ওসি অফিসার মোহম্মদ সহিদ উল্যা। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলায়াত করেন মাও. হাফিজ ফয়জুর রহমান। প্রধান অতিথিকে অর্গানাইজেশনের পক্ষ থেকে ঐতিহ্যবাহী শীতলপাটি প্রদান করা হয়।