বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফলের লক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভা

18
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার জরুরী সভায় বক্তব্য রাখছেন সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে সরকারী দলের বিগত নির্বাচনী প্রতিশ্রুতি সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে (১৬ জুলাই) বিকেল ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে ১৫ জুলাই শুক্রবার সকাল ১১টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্ম মন্দিরের হলরুমে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ দেব এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, সিলেট জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধ গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সহ-সভাপতি ডিকন নিঝুম সাংমা, শ্যামল ধর, নির্মল সিনহা, জালালাবাদ থানার সভাপতি বাবুল দেব, বিমানবন্দর থানার আহবায়ক জিডি রুমু, জালালবাদ থান সাধারণ সম্পাদক আশীষ দে, এয়ারপোর্ট থানার সদস্য সচিব লিটন দেব, শাহপরান থানার সাধারণ সম্পাদক আশীষ রায়, জয় মহাত্মা কুর্মী, মিলন উরাং, আনন্দ সমাদ্দার, সিলেট মহানগর যুব ঐক্য পরিষদের সদস্য সচিব অপূর্ব কুমার দাস, ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শুভ জ্যোতি সরকার প্রমুখ।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার বিকাল ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে সিলেট জেলা ও মহানগর, উপজেলা, থানা ও পৌরসভায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগদানের আহবান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি