খালেদা জিয়াকে বন্দী রেখে দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায় সরকার – আব্দুল কাইয়ুম চৌধুরী

25

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, স্বৈরাচারী সরকার খালেদা জিয়াকে বন্দী রেখে দেশে এক নায়কতন্ত্র কায়েম করতে চাচ্ছে। সরকারের এ দুঃস্বপ্ন কখন বাস্তবায়ন করতে দেয়া হবে না। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আন্দোলন-সংগ্রামকে আরো বেগবান করে সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে ময়দানে সক্রিয় হতে হবে। খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আগামী ১০ এপ্রিল সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
আলহাজ্ব আব্দুল কাইয়ুম চৌধুরী শনিবার বিকেলে মকন দোকান পয়েন্টে মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত ১০ এপ্রিল সিলেট বিভাগীয় সমাবেশ সফল ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে প্রচার ও বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মোল্লার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে, যুবদল নেতা বখতিয়ার আহমদ ইমরান ও সুমন আহমদের যৌথ পরিচালনায় পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া চেয়ারম্যান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি নেতা হাজী তাজরুল ইসলাম তাজুল।
বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোস্তফা কামাল, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কুহিনুর আহমদ, বিএনপি নেতা কবির মিয়া, মোল্লারগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সানর মিয়া, সাধারণ সম্পাদক বশির মিয়া, বিএনপি নেতা আফরোজ মিয়া, ওহিদুল মিয়া, জেলা যুবদল নেতা আলী আহমদ, কয়েছ আহমদ, আব্দুল মজিদ, আব্দুল মুকিত, আব্দুল খালিক, আফজল হোসেন মুন্না, রুসন খান, ফখরুল মেম্বার, জামাল মেম্বার, মাসুদ আহমদ, আনহার আহমদ মাসুদ, খায়রুল ইসলাম সবুজ, জুমন আহমদ, শাহীন আহমদ, নাসিম হোসেন, ফয়ছল আহমদ, রাজু মিয়া, রুবেল আহমদ, লিটন খান, তৌহিদ খান, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম, জেলা ছাত্রদল নেতা রায়হানুল হক, আজহার আলী অনিক, হাবিবুর রহমান হাবিব, আলমগীর হোসেন, জুয়েল আহমদ, আব্দুল হক, জুয়েল মিয়া, মোস্তাক আহমদ, রাজবীর, ফাহাদ আহমদ, পাপ্পু, কামাল মিয়া ও বোরহান উদ্দিন প্রমুখ। মিছিল ও পথসভায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি